গ্রামীণ পরিবার সমীক্ষা ২০০৫ পরিচিতি


৩.) গ্রামীন পরিবার সমীক্ষার ১২ টি সূচক

১. জমি নেই।

২. ১ এককের কম সেচ সেবিত জমি অথবা ২ এককের কম অ-সেচ সেবিত জমি।

৩. ১ একর থেকে ২ একর সেচ সেবিত জমি অথবা ২ একর থেকে ৪ একর অ-সেচ সেবিত জমি।

৪. ২ থেকে ৩ একর সেচ সেবিত জমি অথবা ৪ থেকে ৬ একর অ-সেচ সেবিত জমি।

৫. ৩ একরের বেশি সেচ সেবিত জমি অথবা ৬ একরের বেশি অ-সেচ সেবিত জমি।

১. নিজস্ব কোন বাস্তু নেই,অন্যের আশ্রয়ে বা অনুমতি ছাড়া থাকেন।

২. একটি মাত্র বাসযোগ্য ঘর সহ কাঁচা বাড়ি।

৩. দুই বা তার বেশি বাসযোগ্য ঘর সহ কাঁচা বাড়ি / অন্যান্য বাড়ি।

৪. আংশিক পাকা।

৫. পাকা।

১. ২-এর কম।

২. ২ থেকে ৪,কিন্তু কোনও শীতবস্ত্র নেই।

৩. ২ থেকে ৪,কিন্তু কোনও শীতবস্ত্র সহ।

৪. ৮ বা তার বেশি শীতবস্ত্র সহ কিন্তু ৬-এর কম।

৫. ৬-এর বেশি।

১. বছরের অধিকাংশ সময়ে দিনে একবারের কম পেট ভরে খেতে পান।

২. সাধারনত দিনে একবার পেট ভরে খেতে পান কিন্তু কখনও কখনও তাও পান না।

৩. দিনে দুবার পেট ভরে খেতে পান কিন্তু বছরে কোনও কোনও সময়ে তাও পান না।

৪. সারা বছরে দিনে দুবার অন্তত পেট ভরে খেতে পান।

৫. খেতে পাওয়ার কোন সমস্যা নেই।

১. কিছু নেই।

২. যে কোন একটি।

৩. যে কোন দুটি।

৪. যে কোন তিনটি।

৫. সব কটি পণ্য অথবা নীচের যে কোনও একটি জিনিষের মাকিকানা-(কম্পিউটার, টেলিফোন, ফ্রিজ, রঙিন টিভি, রানার বৈদ্যুতিক সরঞ্জাম, দামী আসবাবপত্র, LMV/LCV,

ট্রাক্টার, দুই বা তিন চাকার যান্ত্রিক যান, পাওয়ার, টিলার, পেষাই মাশিন, রান্নার গ্যাসের সংযোগ)