প্রকল্পের নামঃ ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধীভাতা (IGNDPS)
|
প্রকল্পের উদ্দেশ্যঃ |
২০০৯ সালের ফেব্রুয়ারি মাস থেকে ভারত সরকার এই প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পে দরীদ্রসীমার নীচে বসবাসকারী ৪০ বছর থেকে ৭৯ বছর বয়স্ক, কমপক্ষে ৮০% প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের মাথাপিছু মাসিক ৬০০ টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সকল যোগ্য উপভোক্তারাই এই প্রকল্পের অন্তর্ভূক্ত হবেন কারণ এই প্রকল্পটির কোনও স্তরেই নির্দিষ্ট কোটা নেই। |
এই প্রকল্পে অন্তর্ভূক্ত হওয়ার মূল শর্তগুলিঃ |
১.) বর্তমান তারিখ অনুযায়ী ১৮ থেকে ৭৯ বছর বয়স হতে হবে। ২.) গ্রামীণ পরিবার সমীক্ষা ২০০৫ অনুযায়ী বি.পি.এল. তালিকাভূক্ত সদস্যা হতে হবে। ৩.) অন্য কোন পেনশন প্রকল্পের সুবিধা ভোগী হওয়া চলবে না। ৪.) ৮০% বা তার বেশী প্রতিবন্ধকতা থাকতে হবে। |
এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমানঃ |
এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমান উপভোক্তাপিছু মাসিক ৬০০ টাকা। ( কেন্দ্রীয় সরকার মাসিক ৩০০ টাকা ও রাজ্য সরকার মাসিক ৩০০ টাকা অর্থাৎ কেন্দ্রীয় ও রাজ্য সরকার সমান সমান আর্থিক দায়িত্ব বহন করছে এই কর্মসূচির ক্ষেত্রে) । |
এই প্রকল্পে উপভোক্তা নির্বাচনের পদ্ধতিঃ |
গ্রামীন পরিবার সমীক্ষা ২০০৫ থেকে প্রাপ্ত বি.পি.এল. তালিকা এবং গ্রামীণ পরিবার সমীক্ষা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত, গ্রাম সংসদ ভিত্তিক ১৮ থেকে ৭৯ বছর বয়স্ক, ৮০% বা তার বেশী প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের নামের তালিকা তৈরী করবে। গ্রাম পঞ্চায়েতের অনুসন্ধানকারী কর্মচারী আবেদনকারীর কাছ থেকে নির্দিষ্ট ছকে আবেদনপত্র ও যোগ্যতা নির্ণায়ক প্রয়োজনীয় নথি পত্রাদি সংগ্রহ করবেন। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিনামূল্যে এই আবেদন পত্র পাওয়া যাবে। এই প্রকল্পে সাহায্য প্রাপকদের অনুমোদনকারী গ্রাম পঞ্চায়েত তথা প্রধান। গ্রাম পঞ্চায়েতের সাধারন সভায় এই প্রকল্পের যোগ্য উপভোক্তার সমস্ত শর্ত পূরণ করেছে এমন নামের তালিকা সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রতিবন্ধীভাতা প্রাপকদের তলিকা অনুমোদন করবে। |
এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য কোথায় আবেদন করতে হবেঃ |
আবেদনপত্র ও যোগ্যতা নির্ণায়ক প্রয়োজনীয় নথি পত্রাদি গ্রাম পঞ্চায়েতে জমা দিতে হবে। |
আবেদন পত্রের সাথে কী কী কাগজপত্র জমাদিতে হবেঃ |
১.) বি পি এল তালিকাভূক্ত পরিবারের সদস্য / সদস্যা তার প্রমান পত্র, যেটা গ্রাম পঞ্চায়েত থেকে পাওয়া যাবে (ফর্ম-১)। ২.) ৮০% বা তার বেশী প্রতিবন্ধকতার সার্টিফিকেট। ৩.) বয়সের প্রমানপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট / ইস্কুল সার্টিফিকেট / কোষ্ঠী বা ঠিকুজি/গ্রাম পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট / ভোটের পরিচয় পত্রের জেরক্স। ৪.) অন্য দপ্তরের অন্য কোন সামাজিক সহায়তা প্রকল্পের সহায়তা পাচ্ছেন না তার প্রমান পত্র, যেটা গ্রাম পঞ্চায়েত থেকে পাওয়া যাবে (ফর্ম-১ এ উল্লেখ্য)। ৫.) ব্যাঙ্ক বা পোষ্ট অফিসের একাউন্টের জেরক্স। ৬.) একটি পাশপোর্ট সাইজ ছবি। |
এই বিষয়ে আরো বিশদ জানার জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবেঃ |
প্রধান / গ্রাম পঞ্চায়েত / সমষ্টি উন্নয়ন আধিকারিক |
আবেদনপত্র পাওয়ার জন্য ক্লিক করুনঃ |
*** আবেদনপত্র পেতে ক্লিক করুন *** |
বিঃদ্রঃ - |
|