প্রকল্পের নামঃ জাতীয় পরিবার সহায়তা (NFBS)
|
প্রকল্পের উদ্দেশ্যঃ |
দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারের ১৮ থেকে ৬৫ বছর বয়সি মূল উপার্জনকারীর মৃত্যু হলে (আত্নহত্যা ছাড়া) মৃতের পরিবারকে আর্থিকবিপর্যয়ের হাত থেকে রক্ষাকরার জন্য এই প্রকল্পের মাধ্যমে এককালীন সহায়তা দেওয়া হয়। |
এই প্রকল্পে অন্তর্ভূক্ত হওয়ার মূল শর্তগুলিঃ |
১) আর.এইচ.এস. ২০০৫ অনুযায়ী বি.পি.এল. তালিকাভূক্ত হতে হবে। ২) পরিবারের মূল উপার্জনকারীর বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। ৩) কোন পরিবারের মূল উপার্জনকারী হিসাবে তিনিই গন্য হবেন যার নিজস্ব আয় তার পরিবারের মোট আয়ের মধ্যে সর্বচ্চো। ৪) কোন পরিবারের মূল উপার্জনকারী মাহিলা বা পুরুষ উভই হতে পারেন। ৫) স্থানীয়ভাবে অনুসন্ধানের পর যিনি মৃত ব্যক্তির পরিবারের বর্তমান প্রধান ব্যক্তি বলে সাব্যস্ত হবেন তাকেই এই প্রকল্পের অধীনে পারিবারিক সাহায্য দেওয়া হবে। ৬) পরিবার বলতে স্বামী-স্ত্রী, অপ্রাপ্ত বয়স্ক শিশু, অবিবাহিত কন্যা এবং নির্ভরশীল পিতা মাতা কে বোঝাবে। ৭) স্বাভাবিক মৃত্যু ও দুর্ঘটনা জনিত মৃত্যু উভয় ক্ষেত্রই এই প্রকল্পের সহায়তা পাওয়া যায়। ৮) স্বাভাবিক মৃত্যু বলতে কোন অসুখে মৃত্যু বোঝাবে। ৯) দুর্ঘটনা জনিত মৃত্যু বলতে পথ দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনায়, জলেডুবে, সাপের কামড়ে, বর্জ্রাঘাতে ইত্যাদিতে মৃত্যু বোঝাবে। ১০) আত্নহত্যার কারনে মৃত্যু হলে এই প্রকল্পে সাহায্য পাওয়া যায় না। |
এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমানঃ |
এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ পরিবারপিছু এককালীন ৪০০০০ (চল্লিশ হাজার) টাকা। |
এই প্রকল্পে উপভোক্তা নির্বাচনের পদ্ধতিঃ |
আবেদনকারীকে নির্দিষ্ট ফর্মে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে আবেদনপত্র জমা দিতে হয়। গ্রাম পঞ্চায়েত কার্য্যালয় থেকে বিনা মূল্যে এই ফর্ম পাওয়া যায়। গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতিতে নির্বাহী আধিকারিকের কাছে পাঠানো হয়। নির্বাহী আধিকারিক অনুসন্ধান সাপেক্ষে উপভোক্তা নির্বাচন করেন। |
এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য কোথায় আবেদন করতে হবেঃ |
গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ে |
আবেদন পত্রের সাথে কী কী কাগজপত্র জমাদিতে হবেঃ |
১) মৃত্যু সার্টিফিকেটের জেরক্স কপি। ২) অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পোষ্টমোর্টেম রিপোর্ট। ৩) মৃত ব্যক্তির বয়সের প্রমান পত্রের জেরক্স কপি। ৪) আর.এইচ.এস. ২০০৫ অনুযায়ী বি.পি.এল. তালিকাভূক্তির প্রমান পত্র যেটা গ্রাম পঞ্চায়েতে বিনা মূল্যে পাওয়া যাবে। |
এই বিষয়ে আরো বিশদ জানার জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবেঃ |
|
আবেদনপত্র পাওয়ার জন্য ক্লিক করুনঃ |
*** আবেদনপত্র পেতে ক্লিক করুন *** |
বিঃদ্রঃ - |
সাধারনভাবে পরিবারের মূল উপার্জনকারীর মৃত্যুর দুই মাসের মধ্যে গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে হবে। |