প্রকল্পের নাম |
উপভোক্তা হবার যোগ্যতা |
প্রকল্প থেকে কি কি সুবিধা পাওয়া যাবে |
যোগাযোগ করতে হবে |
ভারপ্রাপ্ত আধিকারিক/কর্মচারী |
ফোন নম্বর |
বিশদে জানতে |
ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য ভাতা (IGNOAPS) |
১.) বর্তমান তারিখ অনুযায়ী ৬০ বছর বা তার বেশী বয়স হতে হবে। ২.) আর.এইচ.এস. ২০০৫ অনুযায়ী বি.পি.এল. তালিকাভূক্ত সদস্য বা সদস্যা হতে হবে। ৩.) অন্য কোন পেনশন প্রকল্পের সুবিধা ভোগী হওয়া চলবে না। |
যে সমস্ত উপভোক্তার বয়স ৬০ থেকে ৭৯ বছরের মধ্যে সেই সমস্ত উপভোক্তা এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমান উপভোক্তাপিছু মাসিক ৪০০ টাকা এবং যে সমস্ত উপভোক্তার বয়স ৮০ বছর বা তার বেশী সেই সমস্ত উপভোক্তা এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমান উপভোক্তাপিছু মাসিক ১০০০ টাকা। |
প্রধান / গ্রাম পঞ্চায়েত / সমষ্টি উন্নয়ন আধিকারিক |
|
|
|
ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতা (IGNWPS) |
১.) ঊপভোক্তাকে বি পি এল পরিবারভুক্ত বিধবা মহিলা সদস্যা হতে হবে। ২.) বর্তমান তারিখ অনুযায়ী বয়স ৪০ থেকে ৭৯ বছর-এর মধ্যে হতে হবে। ৩.) অন্য কোন পেনশন প্রকল্পের সুবিধা ভোগী হওয়া চলবে না। |
এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমান উপভোক্তাপিছু মাসিক ৬০০ টাকা। |
প্রধান / গ্রাম পঞ্চায়েত / সমষ্টি উন্নয়ন আধিকারিক |
|
|
|
ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধীভাতা (IGNDPS) |
১.) ঊপভোক্তাকে বি পি এল পরিবারভুক্ত সদস্য বা সদস্যা হতে হবে। ২.) বর্তমান তারিখ অনুযায়ী বয়স ১৮ থেকে ৭৯ বছর-এর মধ্যে হতে হবে। ৩.) এক বা একাধিক ক্ষেত্রে সর্বমোট ৮০% বা তার বেশী প্রতিবন্ধকতা থাকতে হবে। ৪.) অন্য কোন পেনশন প্রকল্পের সুবিধা ভোগী হওয়া চলবে না। |
এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমান উপভোক্তাপিছু মাসিক ৬০০ টাকা। |
প্রধান / গ্রাম পঞ্চায়েত / সমষ্টি উন্নয়ন আধিকারিক |
|
|
|
জাতীয় পরিবার সহায়তা (NFBS) |
১.) আর.এইচ.এস. ২০০৫ অনুযায়ী বি.পি.এল. তালিকাভূক্ত পরিবার হতে হবে। ২.) পরিবারের মূল উপার্জনকারীর (পুরুষ বা মহিলা ) মৃত্যুকালে বয়স ১৮ বছরের বেশি এবং ৬৫ বছরের কম হতে হবে। ৩.)অন্য দপ্তরের বা কোন সামাজিক সহায়তা প্রকল্পের সহায়তা পাচ্ছেন না এমন পরিবার হতে হবে। |
এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ পরিবারপিছু এককালীন ৪০০০০ (চল্লিশ হাজার) টাকা। |
প্রধান / গ্রাম পঞ্চায়েত / সমষ্টি উন্নয়ন আধিকারিক |
|
|
|
ভূমিহীন কৃষিশ্রমিকদের জন্য ভবিষ্যনিধি প্রকল্প (Proflal) |
১.) ভূমিহীন কৃষিশ্রমিকের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। ২.) তার নামে বাস্তু সহ মোট জমি ০.৫০ একর অর্থাৎ ৫০ শতকের বেশি হবে না। ৩.) যার কোন রকম কৃষি বা অন্য প্রকারের জমিতে উত্তরাধিকার স্বত্ব থাকবে না যা তার জমির সঙ্গে যোগ করলে ০.৫০ একর অর্থাৎ ৫০ শতকের বেশি হতে পারে। |
মাসে ২০ টাকা জমা দিলে সরকার থেকে সমপরিমান অর্থ পাবেন। আম আদমি বীমা যোজনার আওতায় আসবেন। |
প্রধান / গ্রাম পঞ্চায়েত / সমষ্টি উন্নয়ন আধিকারিক |
|
|
|
আম আদমী বিমা যোজনা (AABY) |
ভূমিহীন কৃষিশ্রমিকদের জন্য ভবিষ্যনিধি প্রকল্প (প্রফলাল) - এ যারা ইতিমধ্যে নাম অন্তর্ভূক্ত করেছেন সেই সমস্ত গ্রাহক পরিবারের কর্তা বা পরিবারের উপার্জনক্ষম একজন সদস্য। |
প্রফলাল প্রকল্পে নথিভূক্ত ব্যক্তির মৃত্যু ঘটলে ওই প্রকল্পের ইয়পভোক্তা পরিবার আম আদমি বিমা যোজনা-র অধীনে সুবিধা পাবেন। চুড়ান্ত দঃসময়ে এই প্রকল্প তাঁদের সাহায্য করবে। প্রফলাল প্রকল্পে নথিভূক্ত ব্যক্তির স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে তাঁর পরিবার / নমিনি ৩০,০০০ টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে তাঁর পরিবার / নমিনি ৭৫,০০০ টাকা পাবে। এছাড়া, একটি চক্ষু বা একটি অঙ্গের চিরস্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ৩৭,৫০০ টাকা এবং দুটি চক্ষু বা দুটি অঙ্গের চিরস্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ৭৫,০০০ টাকা পাবেন। তাছাড়া, আম আদমি বিমা যোজনা-র অন্তর্ভূক্ত উপভোক্তা পরিবারের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত চিরস্থায়ী অনধিক দুটি সন্তান, বিগত শিক্ষাবর্ষে অনুত্তীর্ণ না হয়ে থাকলে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিমাসে ১০০ টাকা শিক্ষার্থী-বৃত্তি পাবেন। |
প্রধান / গ্রাম পঞ্চায়েত / সমষ্টি উন্নয়ন আধিকারিক |
|
|
|