গ্রামীণ পরিবার সমীক্ষা ২০০৫ পরিচিতি
১.) গ্রামীণ পরিবার তালিকা কি ?
- গ্রামাঞ্চলে বসবাসকারী সকল পরিবারের একটি সংবদ্ধ তালিকাই হল পরিবার তালিকা।
২.) গ্রামীণ পরিবার তালিকার ইতিবৃত্ত
- ২০০৫ সালে প্রথম সমীক্ষার মাধ্যমে বাড়ী বাড়ী ঘুরে তথ্য সংগ্রহ করে এই তালিকা তৈরী হয়েছিল।
- ২০০৭ সালে প্রথম এই তালিকা প্রকাশিত হয়।
- ২০০৭ সালে প্রথম এই তালিকা প্রকাশিত হওয়ার পর বেশ কিছু দাবী ও আপত্তি পাওয়া যায়।
- দাবী ও আপত্তি নিস্পত্তি করার পর ২০০৯ সালের ১৭ই নভেম্বর সংশোধিত পরিবার তালিকা প্রকাশিত হয়েছে।
- প্রত্যেকটি পরিবারের ক্ষেত্রে ১২টি বিষয়ের উপর সংগৃহীত তথ্য অনুসারে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে সমগ্র পরিবার তালিকাকে নিম্নলিখিত দুটি ভাগে ভাগ করা হয়েছে -
- ক) বি.পি.এল. তালিকা(দরিদ্র সীমার নীচে বসবাসরত পরিবার তালিকা)-যে সমস্ত পরিবারের মোট প্রাপ্ত নম্বর ১২ থেকে ৩৩ পর্যন্ত।
- খ) এ.পি.এল. তালিকা(দরিদ্র সীমার উপরে বসবাসরত পরিবার তালিকা)-যে সমস্ত পরিবারের মোট প্রাপ্ত নম্বর ৩৪ থেকে ৬০ পর্যন্ত।
- বর্তমানে সমগ্র জেলাতে গ্রামীন পরিবার তালিকাভূক্ত পরিবারের সংখ্যাঃ ৮,৭৮,১১০ টি।
- বর্তমানে সমগ্র জেলাতে বি.পি.এল. তালিকাভূক্ত পরিবারের সংখ্যাঃ ২,৭০,৯৮৮ টি।
- বর্তমানে সমগ্র জেলাতে এ.পি.এল. তালিকাভূক্ত পরিবারের সংখ্যাঃ ৬,০৭,১২২ টি।
- তালিকাভূক্ত প্রতিটি পরিবারের জন্য একটি বিশেষ কোড (আর.এইচ.এস. আই.ডি.) আছে।এই কোডের সাহায্যে পরিবার গুলিকে গ্রাম পঞ্চায়েত,গ্রাম / সংসদ অনুযায়ী চিহ্নিত করা সম্ভব।
৩.) গ্রামীন পরিবার সমীক্ষার ১২ টি সূচক
৪.) গ্রামীন পরিবারের সমীক্ষার ১২ টি সূচকের ( p বা প্যারামিটার) ব্যাখ্যা
৫.) বর্তমান গ্রামীণ পরিবার তালিকার সারশংক্ষেপ
৬.) বি.পি.এল. থেকে এ.পি.এল. বা এ.পি.এল. থেকে বি.পি.এল. যেতে গেলে বা নতুন পরিবার হিসাবে নথিভুক্ত হতে গেলে কি করনীয়।