গ্রামীণ পরিবার সমীক্ষা ২০০৫ পরিচিতি


পরিবারের প্রধান বা কোনও দায়িত্বশীল সদস্যর কাছ থেকে এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে। প্রথম চারটি ক্ষেত্রে সমস্ত রকম দৈহিক পরিশ্রমের কাজ বিবেচনা করতে হবে। শেষ ক্ষেত্রটিতে টেবিলে বসে কাজ, ব্যবসা,পড়ানো, নার্সের কাজ,অন্যান্য পেশাগত কাজ, অর্থাৎ যে সব ক্ষেত্রে দৈহিক পরিশ্রমের থেকে জ্ঞান এবং দক্ষতা বেশী গুরুত্বপূর্ণ, সেই সব কাজ অর্ন্তভুক্ত করতে হবে।

পরিবারের প্রধান বা কোনও দায়িত্বশীল সদস্যর থেকে তথ্য সংগ্রহ করে অনুসন্ধানকারী সঠিক ঘরটি ভর্তি করবেন। অসংগঠিত ক্ষেত্রের অর্থ সেই সব সংগঠন যেখানে কর্মচারীরা কোনও নিয়োগপত্র পান না, কেবলমাত্র মৌখিক ভিত্তিতে নিযুক্ত হন এবং একটানা কাজ পাবেন এমন কোনও নিশ্চয়তা নেই। ‘অন্যান্য’ লেখা ঘর তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য যাঁরা কোনও সংগঠিত ক্ষেত্র থেকে মাহিনা পান, যেমন স্কুল বা কলেজের শিক্ষক, সরকারী বা আধা-সরকারী কর্মচারী, ব্যঙ্ক বা সমবায়ের কর্মচারী ইত্যাদি। ডাক্তার, উকিল, বড় ব্যবসায়ীদেরও এই তালিকায় ধরা হবে।

পরিবারের প্রধান বা কোনও দায়িত্বশীল সদস্যর থেকে এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে। যদি এরকম কেউ থাকেন যাঁর আর্থিক দূরবস্থার কারনে কেউ তাঁকে ঋণ দিতে চান না, তাহলে সেই ব্যক্তিকে প্রথম লাইনে অর্ন্তভুক্ত করতে হবে। যদি কোনও পরিবারের বিভিন্ন সদস্য বিভিন্ন ভাবে ঋণ নিয়ে থাকেন, তাহলে ঋণের সব থেকে ভালো শর্তকে বিবেচনা করতে হবে।

অনুসন্ধানকারী পরিবার থেকে স্থানান্তরিত হবার কারন সঠিকভাবে খুঁজে বার করবেন। যদি কোনও সদস্য স্থানান্তরিত না হন, তবে পরিবারকে ‘স্থান পরিবর্তন করেন না’ হিসাবে ঘরটি ভর্তি করতে হবে। বিবাহের কারনে স্থানান্তরিত হওয়াকে ‘অন্যান্য কারন’ হিসাবে বিবেচনা করতে হবে।