গ্রামীণ পরিবার সমীক্ষা ২০০৫ পরিচিতি


১. কোনও সামাজিক বা সরকারি সাহায্য পান না এরকম স্থায়ীভাবে প্রতিবন্ধী।

২. সহায়তাহীন বৃদ্ধ।

৩. পরিবারের প্রধান মহিলা।

৪. পরিবারের কোনও একজন সদস্য দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় চিকিৎসা সংক্রান্ত ব্যয় পারিবারিক আয়ের

থেকে বেশি।

৫. কোনটিই নয়।

৪.) গ্রামীন পরিবারের সমীক্ষার ১২ টি সূচকের ( p বা প্যারামিটার) ব্যাখ্যা

প্রতিটি বিষয়ে সূচক ভিত্তিক পাঁচটি পরিস্থির কথা সবচেয়ে খারাপ অবস্থা থেকে সবচেয়ে ভালো অবস্থা পর্যন্ত বলা হয়েছে এবং সেগুলি বিষয়ের নীচে উল্লেখ করা হয়েছে।

অনুসন্ধানকারী ব্যক্তি প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলে প্রকৃত অবস্থা অনুধাবন করে সর্বাধিক প্রযোজ্য ঘরটি ভর্তি করতে হবে। সূচকগুলির বিশ্লেষণ নিম্নরূপঃ

এখানে পরিমান বলতে বোঝানো হয়েছে একটি পরিবারের সকল সদস্যের মালিকানায় থাকা মোট জমির পরিমাণ। এর মধ্যে নথিভুক্ত বর্গাদার হিসাবে পরিবারটি যে জমি ভোগ করেন সেই জমিও হিসাবের মধ্যে ধরতে হবে। কিন্তু মৌখিক ভাবে লিজ্‌ নেওয়া জমির হিসাব এর মধ্যে ধরা যাবে না। এই জমির পরিমানের মধ্যে ফলের বাগান ও টাঙ্ক ফিসারিও ধরতে হবে। অ-সেচ সেবিত জমির পরিমান সেচ সেবিত জমির পরিমানের দ্বিগুণ বলে ধরে নেওয়া হয়েছে। কোনও পরিবারের হাতে যদি উপরোক্ত দুই ধরনের জমিই থাকে তাহলে অনুসন্ধানকারী ওই পরিবারের অবস্থান সূচিত করার উদ্দেশ্য ওই দুই ধরনের জমিকে এক ধরনের জমিতে রূপান্তরিত করবেন।

বাড়ি তৈরির উপাদানের ওপর বাসগৃহ গঠন ও স্থায়িত্ব নির্ভর করবে।

১) পাকা বাড়িঃ যদি বাড়ির ছাদ ও দেওয়াল সবই পাকা উপাদানে তৈরি হয় তাহলে সেই বাড়িকে পাকা বাড়ি হিসাবে গণ্য করতে হবে। পাকা দেওয়ালের উপাদানের মধ্যে থাকবে পোড়া ইট, জি.আই. পাত, ধাতব পাত, পাথর, সিমেন্ট কংক্রিট। পাকা ছাদের উপকরণের মধ্যে থাকবে টালি, চুন-সুরকি, খাপড়া, করোগেটেড টিন, লোহা জিঙ্ক বা অন্যান্য ধাতব পাত, অÉ¡সবেসটাস সিমেন্টের পাত, ইট, চুন ও পাথর, RBC/RCC, কংক্রিট।
২) আংশিক পাকাঃ যে বাড়ির দেওয়াল পাকা উপাদানে তৈরি, কিন্তু ছাদ পাকা বাড়ির জন্য ব্যবহার্য উপরে উল্লিখিত উপাদান ছাড়া অন্য উপাদানে নির্মিত।
৩) কাঁচা বাড়িঃ যদি বাড়ির ছাদ ও দেওয়াল দুটোই কাঁচা উপাদানে, যেমন মাটি, বাঁশ, ঘাস ইত্যাদি দিয়ে তৈরি হয় তাহলে সেই বাড়িকে কাঁচা বাড়ি হিসাবে গণ্য করতে হবে।
৪) অন্যান্যঃ যে সব বাড়ি উপরোক্ত উপাদান ছাড়া আন্য কোনও উপাদানে তৈরি, যেমন দেওয়াল কাঁচা ও ছাদ পাকা উপকরনের, সেগুলিকে ‘অন্যান্য’ বলে গন্য করতে হবে।

( প্রতি সদস্য পিছু সংখ্যা )x অনুসন্ধানকারী পরিবারের প্রধান অথবা কোনও একজন সদস্য যদি সঠিক তথ্য দিতে পারবেন এরকম কাউকে জিঞ্জেস করবেন। পোশাকের হিসাবের মধ্যে অর্ন্তরবাসের হিসাব ধরা হবে না। পরিচ্ছদের অর্থ হল একরকম সম্পূর্ণ পোশাক যা পরে প্রকাশ্য স্থানে বেরোনো যায়।

পরিবারের প্রধান বা কোনও দায়িত্বশীল সদস্যর কাছ থেকে এ সম্পর্কে তথ্য আদায়ে যত্নবান হতে হবে। একবার পেটভরা খাবারের অর্থ এমন খাবার যাতে পুষ্টির ন্যূনতম মান বজায় থাকে। সাধারণভাবে এই খাবারের মধ্যে থাকবে যথেষ্ট পরিমান ভাত বা রূটি, ডাল ও সব্জি এবং সেই খাবার পরিবারের সদস্যদের পেট ভরাবে।

প্রথম লাইনে যতগুলি পণ্যের কথা বলা হয়েছে, অনুসন্ধানকারী ব্যক্তিগতভাবে যাচাই করে প্রথম চারটি ঘরের মধ্যে কোনটি ভর্তি হবে তা ঠিক করবেন। শেষ লাইনে উল্লেখিত পণ্যগুলির কোনও একটি পাওয়া গেলে শেষের ঘরটি ভর্তি করতে হবে। তখন প্রথম চারটি ঘর খালি থাকবে।

(পরিবারের সর্বাধিক শিক্ষিত ব্যক্তির) x পরিবারের প্রধান বা সংশ্লিষ্ট সদস্যকে জিঞ্জাসা করে অনুসন্ধানকারী পরিবারের কোনও সদস্য সর্বাধিক যে শিক্ষার মান অর্জন করেছেন সেই মান সম্পর্কে তথ্য নিয়ে সঠিক ঘরটি ভর্তি করবেন। কোনও ব্যক্তি, যিনি পড়তে বা লিখতে পারেন না তাঁকে নিরক্ষর হিসাবে গণ্য করতে হবে (সেই ব্যক্তি শুধুমাত্র নিজের নাম সই করতে জানলেও তা ধরা হবে না)।